বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশ সরকারের অন্যতম এজেন্ডা ডিজিটাল বাংলাদেশ গঠন করা । তারই ধারাবাহিকতায়  ডিজিটাল মার্কেটিং এ প্রশিক্ষণের মাধ্যমে বিশাল কর্মক্ষম বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করে বেকারত্ব দুরকরার লক্ষ্যে চালু করেছে 

  • World Famous Group
  • E-learning & E-earning Training Project
  • Digital Marketing, TELEMEDICIN
  • WorldFamous24.net Blog side 

বাংলাদেশে মোট জনসংখা ১৬ কোটির ৬৫% মানুষের বয়স ৩৫ বছরের নিচে। সংখ্যার দিক থেকে তাই বাংলাদেশ শুধুমাত্র বৃহৎ ( জনসংখ্যার দিক থেকে পৃথিবীর অষ্টম তম ( ৮মতম ) নয়, বরং যুব সম্প্রদায়ের দিক থেকে বৃহৎ একটি দেশ।

প্রতি বছর গড় জিডিপি প্রবৃদ্ধির হার ৭% এবং বর্ধিত নগরায়ন মধ্যবিত্ত শ্রেনির আয় বাড়িয়ে দিয়েছে। দেশের যুব সম্প্রদায়ের মধ্যবিত্ত কমার্স কর্মকান্ডের মূল চালিকা শক্তি।

আমাদের কোম্পানী বিশ্ব নন্দিত মার্কেটিং পরিল্পনা এ্যাপিলেট সিস্টেমে  বিনা টাকায় কাজ করার সুযোগ করে দিচ্ছে  শুধু মাত্র প্রশিক্ষণের মাধ্যমে।

 এ নতুন এ্যাপিলেট ব্যবসা পদ্ধতিতে ব্যবসা থেকে গ্রাহক/ভোক্তা ((B2C), ব্যবসা থেকে ব্যবসা (B2B), ব্যবসা থেকে সরকার (B2G), গ্রাহক থেকে গ্রাহক(C2C) , গ্রাহক থেকে সরকার (C2G) এবং মোবাইল কমার্স (M-Commerce) এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর মাধ্যমে ডিরেক্ট মার্কেটিং পদ্ধতিতে কোনরুপ মধ্যস্বত্ব ভোগীর সাহায্য ছাড়া শুধুমাত্র আইসিটি এবং বানিজ্য সম্পর্কিত মেীলিক জ্ঞান অর্জনের মাধ্যমে মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যাবে।

  প্রেক্ষিতে,সরকারের,ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন প্রক্রিয়া অধিতর বেগবান হবে এবং সারা দেশে রপ্তানিযোগ্য বহুমুখী শিল্প প্রতিষ্ঠা,পন্য বহুমুখীকরন বাজার সম্প্রসারন, পন্যের প্রধিকার নির্ধারনসহ বিভিন্ন কর্মকান্ড গতিশীল হবে।

লক্ষ্য (Vision ) :   Health & Education Project এর মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের (দেশে কিংবা প্রবাসী ) জনগনের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরীর লক্ষ্যে প্রচলিত চিকিৎসার পাশাপাশি লাইফ স্টাইল পরির্বতনের মাধ্যমে অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতিতে সুস্থ্য থাকার প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

আগামী ১০ বছরে (০১ কোটি ) লোকের আধুনিক যুগউপযোগী ট্রেনিং করানোর মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করা।

উদ্দেশ্য ( Mission  ) :  কোম্পনীর সথে সংশ্লিষ্ট জনগোষ্টিকে সংগোঠিত করে উদ্যেক্তা তৈরীর লক্ষ্যে প্রয়োজনীয় উন্নত মেীলিক বেসিক প্রশিক্ষন,আধুনিক প্রযুক্তিপূর্ন ব্যবসায়িক আত্মকর্মসংস্থান মূলক প্রশিক্ষন ট্রেনিং এর মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর ভূমিকা রাখা।

এসো সুন্দর পৃথিবী গড়ি ( Let Us Build A Beautiful World ).

Be Learning & Go Earning