বাংলাদেশে এই মহামারী করোনার আগেই প্রায় ৪ কোটি ৭৫ লাখ কর্মক্ষম বেকার ছিল বর্তমান এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে কর্মক্ষম বেকারের সংখ্যা দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন তথ্য মতে জানা গেছে সারা বিশ্বে ৫০% মানুষ চাকরি হারাইছে এই মহামারী করোনার কারনে এর পর অমিকক্রণ সারা বিশ্বে হানা দেওয়ার কারনে সকল ধরনের চাকরি,ব্যবসা সহ ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে মধ্যবিত্ব পরিবারের সংসার চালাতে চড়ম দুর্ভোগের স্বিকার হতে হচ্ছে।
এমতাবস্থায় অন-লাইনে ই-লার্নিং শিক্ষা গ্রহন করুন
কাজ করা আপনার জন্য হতে পারে সময় উপযোগী সিদ্ধান্ত তাই যারা স্বপ্নের ক্যারিয়ার গড়তে চান?
উদ্যোক্তা হতে চান? (আগে লার্নিং পরে আর্নিং)
এই উদ্যোগে যারা সারা বিশ্বে পরিচিতি লাভ করতে চান?
যারা চাকরি করতে চাননা , চাকরি দিতে চান?
এবং অন–লাইন মার্কেটিং করে জীবন পরিবর্তন করতে চান?
এই লেখাটি টি শুধু তাদেরি জন্য।
নিজেকে ৫টি প্রশ্ন করুন?
০১. আমার সময় কেমন চলছে ?
০২. আমার বন্ধু কত জন ?
০৩. আমি যে ¯হানে থাকি তা কেমন ?
০৪. আমার আয় ও ব্যয় কত?
০৫. আমি কে, আমার শক্তি কি…অর্থাৎ আমি কোন কাজ টা করতে সমথর্ ?
মানুষের – চাওয়াঃ
❐ উকিল চায় আপনি ঝামেলায় পরেন।
❐ ডাক্তার চায় আপনি অসুখে পরেন।
❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ করেন।
❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক।
❐বেশির ভাগ বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন ।
❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক।
❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋনগ্রস্থ হোন।
❐ প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক।
❐বন্ধু বান্ধবরা চায় আপনি তাদের চেয়ে জেন ভালো না থাকেন।
** শুধু মাত্র (মা-বাবা,মহৎ মানুষ, আর নিউট্রিক এবং ওয়ার্ল্ড ফেমাস গ্রুপ) চায় আপনি সুস্থ,সফল, সুখি পরিবার ও ধনী হোন অত এব কে আপনার প্রকৃত বন্ধু ?**
Career Counselling
এক জন ছাত্র/ছাত্রীর সর্বোচ্ছ ডিগ্রী অর্জন করতে ২৫–২৭ বছরে কম হলেও ২৫ থেকে ৩০ লাখ টাকার দরকার হয়। মনে করি আপনি এক জন ইন্টার ফাস্ট ইয়ারের ছাত্র/ছাত্রী আপনার পড়ালেখা শেষ করতে আরো ৫/৭ বছর সময় লাগবে তার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে কম হলেও ১০ থেকে ১২ লাখ টাকার দরকার হবে।
এই ১০–১২ লাখ টাকা কোথা থেকে আসবে?
টাকা আসার মাধ্যম হতে পারে ২ টা
১.বাবা–মার কাছ থেকে টাকা আনা।
২.নিজে পার্ট টাইম কিছু করা।
আপনি কোন টা করতে চান? আমার বিশ্বাস আপনি পার্ট টাইম কিছু করতে চান আর সেটার চেস্টাও কম করেননি ? বেশির ভাগ অসাধু কোম্পানী এই কমল মতি ছাত্র/ছাত্রদের পার্ট টাইম কাজের কথা বলে বিভিন্ন ভাবে প্রতারিত করেছে এই প্রতারনা থেকে নিজেকে রক্ষা করে সঠিক কোম্পানী বেঁছে নিতে নিজেকে ৪ টি প্রশ্ন করুন ।
১.আমি যে কোম্পানীতে কাজ করবো সেই কোম্পানী টি কি ইনভেস্টম্যান্ট কোম্পানী?
২. এই কোম্পানীতে কি টাকা জমা করলে ৩/৬/১২ মাসে দ্বিগুন টাকার অফার আছে ?
৩.শুধু মাত্র … টাকা দিয়ে জয়েন করবেন কোন কাজ করতে হবেনা ই রকম অফার আছে ?
৪. আপনি ইনভেস্টম্যান্ট করবেন আর অন্যদেরকে ইনভেস্টম্যান্ট করার মাধ্যমে অনেক ইনকাম করার অফার আছে ?
উল্যেখিত ৪ টা বিষয় যে কোম্পানীর অফারে আছে সেই কোম্পানী কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে ।
এবার নিচের বিষয় গুলি দেখে কাজ শুরু করুন ।
ক.কোম্পানীটা কি ১০০% পণ্য ভিত্তিক ?
খ. পণ্য কি ইউনিক, মেরাকেল সবার জন্য দরকারি ও কার্যকারী ?
গ. পণ্য ব্যবহার করে কি উপকার পেয়েছে ? এমন টেস্টি মনি আছে ?
ঘ.কোম্পানীর বয়স কতো ?
ঙ. কোম্পানীতে কি যোগউপযোগি ট্রেনিং এর ব্যবস্থা আছে ?
উত্তর যদি হয় হ্যাঁ তাহলে এক মুহুত্ত দেড়ি না করে একটা শ্লোগান দিয়ে কাজ শুরু করতে পারেন-
“দিবো টাকা নিবো মাল আয় করবো চিরকাল”
আমাদের নিউট্রিক গ্রুপ (মালয়শিয়া) ২০০০ সাল থেকে ৬৮+ দেশে সুনামের সাথে এন্টিএইজিং ও হরমোনাল এ টু জেট সমাধান নিয়ে বায়ো স্প্রে প্লাস কাজ করছে লাখ লাখ উপকারভোগি ব্যবহারকারী রয়েছে বায়ো স্প্রে প্লাস পণ্যটি ব্যাপক ভাবে বিপনন ও সকল পেশাজিবীদের কে ডিজিটাল ক্যারিয়ার গড়তে ওয়ার্ল্ড ফেমাস ২৪ সময়উপযোগী টিউটরিয়াল ই–লানিং এন্ড ই–আনিং ট্রেনিং প্যাকেজ চালু করেছে।
“ঘরে বসে হয় যদি সফলতার যুদ্ধ জয়
ই-লানিং ট্রেনিং করে ওয়ার্ল্ড ফেমাস ২৪ এ
কাজ করে, করতে পারেন আপনার স্বপ্ন জয় ”