বর্তমানে সকল অনলাইন ট্রাফিকের একটা বিশাল অংশ আসে ভিডিও কনটেন্ট থেকে। প্রতিদিন কোটি কোটি ইউটিউব ভিডিও দেখা হয়। একারণে ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত যথেষ্ট যুক্তিযুক্ত। ইউটিউব চ্যানেল খোলার নিয়ম বেশ সহজ। যেকেউ ইউটিউব চ্যানেল খুলতে পারে।
আপনি কি ইউটিউব চ্যানেল খুলতে চান? মনে মনে ভাবছেন কিভাবে ইউটিউব চ্যানেল খুলব? চলুন জেনে নেয়া যাক, কম্পিউটার ও মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।
ইউটিউব চ্যানেল খুলতে কি কি লাগে
ইউটিউব চ্যানেল খুলতে কি কি লাগে – এই প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ। আপনার ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকলে খুব সহজেই কয়েক ধাপেই খুলতে পারবেন ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল খুলতে একটি জিমেইল বা গুগল একাউন্ট লাগে।
ইউটিউব চ্যানেল খোলার পর চ্যানেল ভেরিফাই করে আরো ফিচার পেতে গেলে ফোন নাম্বার ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে বলা যায় ইউটিউব খুলতে লাগেঃ
ইন্টারনেট সংযোগ
জিমেইল অর্থাৎ গুগল একাউন্ট
মোবাইল নাম্বারমোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
আপনার ফোনে যদি ইউটিউব অ্যাপ ও জিমেইল একাউন্ট থাকে আর ওই জিমেইল একাউন্টে ইতিমধ্যে ইউটিউব চ্যানেল খোলা না থাকে, সেক্ষেত্রে মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খোলা অত্যন্ত সহজ। মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খুলতেঃ
প্রথমে ইউটিউব অ্যাপ ডাউনলোড করুন
ইউটিউব অ্যাপে প্রবেশ করুন
টপ মেন্যু এর টপ রাইট কর্নার থেকে আপনার প্রোফাইল পিকচার ক্লিক করু মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
আপনার ফোনে যদি ইউটিউব অ্যাপ ও জিমেইল একাউন্ট থাকে আর ওই জিমেইল একাউন্টে ইতিমধ্যে ইউটিউব চ্যানেল খোলা না থাকে, সেক্ষেত্রে মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খোলা অত্যন্ত সহজ। মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খুলতেঃ
প্রথমে ইউটিউব অ্যাপ ডাউনলোড করুন
ইউটিউব অ্যাপে প্রবেশ করুন
টপ মেন্যু এর টপ রাইট কর্নার থেকে আপনার প্রোফাইল পিকচার ক্লিক করুন
এরপর My Channel সিলেক্ট করুন
আপনার চ্যানেল এর নাম দিয়ে Create Channel চাপুন
ব্যাস! আপনার ইউটিউব চ্যানেল তৈরী হয়ে যাবে
আবার আপনার মোবাইলে যদি ইতিমধ্যে ইউটিউব চ্যানেল খোলা থাকে আর আপনি মোবাইল থেকেই নতুন একটি ইউটিউব চ্যানেল খুলতে চান, সেটাও করতে পারবেন। মোবাইলে ইউটিউব চ্যানেল খুলতেঃ
Chrome ব্রাউজার ওপেন করুন
এরপর youtube.com/account এ প্রবেশ করুন
থ্রি-ডট মেন্যু থেকে Desktop Mode চালু করুন
সাইন-ইন করা না থাকলে জিমেইল একাউন্টে সাইন-ইন করুন
Add or manage your channel(s) লিংক সিলেক্ট করুন
Create a channel লিংক সিলেক্ট করুন
যে নামে চ্যানেল খুলতে চান, সেই নাম লিখে Create চাপুন
উপরোক্ত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন ইউটিউব চ্যানেল তৈরী হয়ে যাবে।