এডভান্স প্রফেশনাল SEO স্কিল (১ম পর্ব )

আজকে আলোচনা করব সেরা কিছু SEO স্কিল নিয়ে।

আপনি যদি SEO প্রফেশনে থাকেন অথবা ভবিষ্যতে এটাকে প্রফেশন হিসেবে নিতে চান তাহলে আজকের এই আর্টিকেল টি আপনার জন্য দারুণ উপকারী হতে চলেছে। এই আর্টিকেলে এডভান্স প্রফেশনাল SEO স্কিল সম্পর্কে  আমি ৩ পর্বে  এমন ১০ টি স্কিল তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনার SEO এক্সপার্টাইজকে নেক্সট লেভেলে নিয়ে যাবে ইনশাআল্লাহ।

অনেক SEO এক্সপার্ট ভাবে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত এক্সপার্ট হয়ে পরবর্তীতে হয়তো শেখার মত তেমন কিছু থাকে না। একটি ওয়েবসাইটকে পুরোপুরি অপটিমাইজ করে হয়তো কাজ শেষ, কিন্তু না, আপনার শেখার এখনো অনেক কিছু আছে। একজন SEO প্রফেশনালকে আরও অভিজ্ঞ, দক্ষ এবং আত্মবিশ্বাসী হতে আরও কিছু স্কিল নিজের মধ্যে ডেভেলপ করা উচিত।

এটা জরুরি নয় প্রতিটি SEO এক্সপার্ট এর এই স্কিল গুলো অর্জন করতে হবে তবে আপনি যদি এগুলো নিজের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে নিঃসন্দেহে প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন, সেলারি বাড়ার পাশাপাশি মার্কেটপ্লেস গুলোতে আরও চমৎকার সেবা দিতে পারবেন, নিজের র‍্যাংক বাড়াতে পারবেন।

১. ইন্টেন্ড বা অভিপ্রায় এনালাইসিসঃ

 

আপনাকে অন্য SEO প্রফেশনাল থেকে এগিয়ে থাকতে Intend Analyses বা অভিপ্রায় এনালাইসিস সম্পর্কে জানতে হবে এবং যথেষ্ট ধারণা রাখতে হবে। অভিপ্রায় এনালাইসিস হচ্ছে, একজন ইউজার কি পাবার জন্য কি লিখে সার্চ দিচ্ছে। সকল ইউজার এক ভাবে গুগলে সার্চ করে না আবার গুগলে সব সময় সবটুকু লিখে সার্চ দিতে হয় না। গুগল ইঙ্গিত পেলেই সঠিক রেজাল্টটি দেখিয়ে দেয় আর এটিই হচ্ছে অভিপ্রায় এনালাইসিস।

একটা উদাহরণ দেয়া যাক, ধরুক একজন ইউজার Pizza Restaurant লিখে সার্চ দিয়েছে। এখন সে আসলে কি চাচ্ছে? সে কি তার কাছাকাছি পিজ্জা রেস্টুরেন্ট খুঁজছে? সে কি আশেপাশে পিজ্জা রেস্টুরেন্ট খুলতে চায়? নাকি কোন পিজ্জা রেস্টুরেন্টে চাকরি খুঁজছে?

একজন ইউজারের আসল চাহিদাটা জানা এখানে জরুরি, আপনি যদি এটা ধরতে পারেন তাহলে নিজেকে অন্যদের থেকে আলাদা করতে পারবেন। আপনি যখন এটা জেনে নিজের ওয়েবসাইটে এপ্লাই করবেন তখন একই সাথে ইউজাররা যেমন সন্তুষ্ট হবে তেমনি আপনার ওয়েবসাইটের সার্চ র‍্যাংক বৃদ্ধি পাবে।

এই বিষয়ে অভিজ্ঞ হতে হলে আপনাকে গুগলে নির্দিষ্ট কিওয়ার্ডে সার্চ দিতে হবে, জানতে হবে কোন কিওয়ার্ডে কোন রেজাল্ট আসে। আবার এটাও দেখার বিষয় প্রথম রেজাল্ট গুলো কি আসে, কারণ ইউজার যে রেজাল্ট গুলোতে বেশি ক্লিক করে সেই রেজাল্ট গুলোই প্রথমে দেখায়।

একটু আগের উদাহরণটা যদি দেই, আপনি Pizza Restaurant লিখে সার্চ দিলেন, যদি প্রথমেই কাছাকাছি বিভিন্ন রেস্টুরেন্টের সাজেশন দেখেন তাহলে বুঝবেন, ইউজাররা এই কিওয়ার্ডে আসলে এটাই খুঁজে। কারণ প্রথমে গুগল র‍্যান্ডমলি বিভিন্ন ফলাফল দেখালেও যখন ইউজার নির্দিষ্ট টপিকে বেশি ক্লিক করে তখন সেটিই প্রথমে শো করে।

আশাকরি Intend Analyses সম্পর্কে কিছুটা হলেও বুঝাতে পেরেছি এখন আপনার কাজ হচ্ছে এই বিষয়টি নিয়ে ভাল মত রিসার্চ করা এবং নিজের মধ্যে এই স্কিল নিয়ে আসা।

২. কোডিং

কোডিং জানা থাকলে আসলে সুবিধার শেষ নেই। অনেকে বলতে পারেন SEO এক্সপার্টদের কোডিং দিয়ে কাজ কি? আপনি SEO নিয়ে কাজ করলেও কোডিং আপনাকে অনেক ভাবে সাহায্য করতে পারে। যেমন আপনি যদি কোডিং জানেন তাহলে বুঝবেন কিভাবে ওয়েবসাইট ডিজাইন করলে সার্চ Bot আপনার ওয়েবসাইট দ্রুত crawl করবে। সঠিক সময় সাইট ইনডেক্স হতে এবং সাইটকে বট-ফ্রেন্ডলি বানাতে HTML, CSS, এবং JavaScript সংক্রান্ত ধারণা আপনাকে দারুণ সাহায্য করবে।

তবে SEO প্রফেশনালদের কোডিং এ ডেভেলপারদের মত স্কিল লাগবে বিষয়টি এমন নয়, আপনার কাজের পরিধি অনুযায়ী কোডিং জানলেও হবে। যেমন যে বিষয় গুলো crawl এবং ইনডেক্স এর সাথে জড়িত সেই সমস্ত বিষয়ে পরিষ্কার ধারণা থাকলেই হবে।

কোডিং বিষয়ে ধারণা থাকলে সব সময় ছোটখাটো চেঞ্জের জন্যও ডেভেলপারদের শরণাপন্ন হতে হবে না, নিজেই পরিবর্তন করে নিতে পারবেন।

কোড কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয়, মূল বিষয় গুলো কি কি থাকে এ সম্পর্কে ধারণা নিন। কোন বিষয়ের সাথে কোন এলিমেন্ট সম্পর্কিত জানার চেষ্টা করুন। তাছাড়া Python এবং SQL শিখে আপনি SEO এর ক্ষেত্রে বিভিন্ন অটোমেশন টাস্ক যেমন, URL redirects ম্যাপিং এবং কিওয়ার্ড রিসার্চ করতে পারেন।

৩. সার্ভার ম্যানেজমেন্ট সম্পর্কে জানাঃ

এটা সত্যি যে, একটা ওয়েবসাইট কত জন ভিজিটরের লোড নিতে পারবে এবং কত রিকুয়েস্ট হ্যান্ডেল করতে পারবে এর দায় একজন SEO এক্সাপার্টের নয়। তবে একটি ওয়েবসাইটের লোড স্পীড, Crawling এ সার্ভারের গুরুত্ব সম্পর্কে ব্যাসিক ধারণা আপনাকে SEO তে এগিয়ে রাখতে পারে। একই সাথে আপনি পরবর্তী SEO টেকনিকে বিষয় গুলো কাজে লাগাতে পারেন যা দারুণ একটি ফলাফল দিতে পারে।

CDN ব্যবহার করে ওয়েবসাইটের কন্টেন্ট লোড স্পীড কয়েকগুণ বাড়ানো যায় যা একই সাথে অনেক ইউজারকে দারুণ ভাবে হ্যান্ডেল করতেও সাহায্য করে। একই কাজ কিন্তু স্ট্যাটিক বা ফিক্সড সার্ভারের মধ্যমে করা যাবে না। এখন আপনার যদি CDN সম্পর্কে ধারণা থাকে তাহলে বিষয়টি আপনি সহজে হ্যান্ডেল করতে পারবেন, তা না হলে বুঝবেনই না ফিক্সড সার্ভার গুলোর লিমিটেশন গুলো কি।

ওয়েবসাইট হোস্টিং কিভাবে ইউজার এক্সপেরিয়েন্সের উপর প্রভাব ফেলে এবং গুগল র‍্যাংকে এগিয়ে বা পিছিয়ে থাকতে সাহায্য করে, এই বিষয়ে আপনার পরিষ্কার ধারনা থাকলে আপনার পরবর্তী SEO টেকনিক হতে পারে সবার সেরা।

আপনাকে জানতে হবে কিভাবে একটি ওয়েবসাইটের আপটাইম এবং লোকেশন, সার্চ র‍্যাংকিং এ প্রভাব ফেলে। আপনার জানার পরিধি হতে পারে ব্যাসিক সার্ভার সম্পর্কে ব্যাসিক জ্ঞান লাভ করা।

আপনি সার্ভার কোড Standard 404 এবং 301 সম্পর্কে ধারণা নিতে পারেন এতে জানতে পারবেন সার্ভারের বিভিন্ন ক্রিটিক্যাল ইস্যু সম্পর্কে। আপনি হয়তো 502 বা 504 error সম্পর্কে জানেন না। এই এরর গুলো সম্পর্কে জানুন। 5XX এই ধরনের এরর এর মানে হল সার্ভারের কোথাও সমস্যা হয়েছে যার জন্য ক্লায়েন্ট থেকে রিকুয়েস্ট নিয়ে সেটা প্রসেস করতে পারছে না। আপনি চাইলে এই httpstatuses ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন এরর কোড সম্পর্কে ধারণা নিতে পারেন।

কোড গুলো জানলে আপনি বুঝতে পারবেন আসলে সমস্যা সার্ভারের নাকি ক্লায়েন্টের এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।

শেষ কথা

আসলে SEO জার্নিটা স্মুথ করতে প্রতিটা SEO প্রফেশনালের কিছু স্কিল আয়ত্তে থাকা জরুরী। কারণ এতে করে নিজের টুকটাক সমস্যা নিজেই সমাধান করে নেয়া যায়। যেমন যে SEO এক্সপার্ট কোডিং জানে সে কখনোই ছোটখাটো Error জন্য ডেভেলপারের শরণাপন্ন হবে না।

SEO ফিল্ডে শেখার কোন শেষ নেই আপনি যত জানবেন যত শিখবেন ততই আপনার সুযোগ বৃদ্ধি পাবে। তারপরেও বর্তমান সময়ে নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে রাখার জন্য সেরা ১০ টি স্কিল নিয়ে আলোচনা করলাম আশা করছি এগুলো আপনার পথ চলাকে আরও সহজ করবে।

কেমন হল এই টিউনটি জানাতে ভুলবেন না। কোন কিছু জানার থাকলে টিউমেন্ট করুন।

এডভান্স প্রফেশনাল SEO স্কিল (২য় পর্ব ) পড়ার জন্য চোখ রাখুন।

 

Leave a Reply