কিভাবে ডিজিটাল উদ্যোক্তা হয়ে সফল ক্যারিয়ার গঠন করবেন ? (৪র্থ পর্ব )

  সফল ডিজিটাল উদ্যোক্তা  ক্যারিয়ার গঠন করার জন্য করণীয়।

তা নির্ভর করবে আপনার দ্রুত দক্ষ ভাবে শিখে কাজ করার উপর ,তার জন্য আপনার থাকতে হবে, সঠিক লক্ষ্য নিয়ে ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে লাগাতার প্রচেষ্টা করে যাওয়া।

ব্যার্থতা ব্যার্থতা ব্যার্থতা ব্যার্থতা এরপর সফলতা এই নীতি মেনে বিরতিহীন ভাবে ৮ থেকে ১০ বছরের একটি সঠিক পরিকল্পনা করে সেই মোতাবেক কাজ করতে হবে সফল না হওয়া পর্যন্ত। ডিজিটাল উদ্যোক্তা হয়ে সফল ক্যারিয়ার গঠন করা রাতারাতি বড়লোক হয়ে     হবেন এমন ভাবাটা কোকামি কারন এটা কোনো ম্যাজিক নয় ?

জীবনে তারাই বেশি ধরা খায় যারা রাতারাতি বড়লোক হতে চায় ।

নিজে নিজে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন ?

আপনি যদি উপরের কোন মাধ্যমেই নয় নিজে নিজে শিখবেন তাহলেও পারবেন। এর জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে।            নিজে নিজে শিখার জন্য আপনাকে গুগল এবং ইউটিউব থেকে একটা একটা সার্চ করে খুজে খুজে শিখতে হবে। পনার অজানা সবকিছুই গুগল এবং ইউটিউব থেকে শিখে নিতে পারবেন।

নিজে নিজে শিখার ক্ষেত্রে যেভাবে শিখবেন।

তাদের জন্য  ছোট একটা টিপস, নিচে দেখেন প্রায় ৩৮ টা প্রশ্ন দিয়েছি। প্রশ্ন গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে একটা করে রিসার্চ করতে হবে, গুগল  এবং ইউটিউবে।

  উদাহরণসরূপ –

What is Digital Marketing?

এই কীওয়ার্ড টা প্রথমে নিবেন, তারপর গুগলে সার্চ দিবেন, যে ওয়েবসাইট গুলো আসবে, সেগুলো থেকে প্রথম  ৫/৬ টা সাইটে ভিজিট করবেন এবং মনোযোগ সহকারে প্রতিটা কন্টেন্ট পড়ার চেষ্টা করবেন। গুগলে রিসার্চ করার পর ইউটিউবে যাবেন, একই ভাবে সার্চ করবেন, ইউটিউব থেকেও ৪-৫ টা ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করি, অনেকটা ধারণা পেয়ে যাবেন। অন্নতপক্ষে বেসিক একটা স্বচ্ছ ধারণা পাবেন।

Google

   ৩৮ টা  অতীব গুরুত্বপূর্ন ওয়েব সাইট সার্চ করে রিসার্চ করুন, ধাপে ধাপেঃ

1. What are the benefits of Digital Marketing?
2. What is Digital Marketing?
3. Why digital marketing is so important?
4. What are the types of digital marketing?
5. Is Digital marketing the future?
6. What is the difference between digital marketing and internet marketing?
7. What skills do you need for digital marketing?
8. What is the difference between digital marketing and traditional marketing?
9. How to become a digital marketer?
10. What is Content Marketing?
11. What is E-commerce marketing?
12. What is the Website?
13. What is Email Marketing?
14. What is Affiliate Marketing?
15. What jobs are in digital marketing?
16. What is a Blog?
17. What is the difference between a website and a blog?
18. What are domain and hosting?
19. How to buy domain and hosting?
20. What is the difference between a blog and a blog?
21. How to start an online blog?
22. The free website creates the list.
23. Blog or website which is better?
24. Some important websites for learning Digital Marketing updates.
25. What is PPC?
26. What is CPC?
27. What is SEO?
28. What is SEM?
29. What is SMM?
30. Which is better SEO or SEM?
31. Why SEO and SMM are more important?
32. What is CPA MARKETING?
33. What is the difference between PPC and CPC?
34. What is the difference between SEO and PPC?
35. What is the difference between SEO and SEM
36. What is the difference between SEO and SMM?
37. Digital Marketing glossary.
38. Introduce Digital Marketing experts in the world.

উপরের ওয়েব সাইট গুলো সব সময় ফলো করবেন।

ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কি কি করতে পারবেন?

প্রথমেই বলেছি, এই সেক্টরটা অনেক বড় এক্ষেত্রে আপনার কাজের কখনো অভাব হবে না। তারপরও কয়েকটা মাধ্যম সম্পর্কে জেনে নিই।

১. মার্কেটার হিসেবে কাজ করা ।

২. ফ্রিলান্সার হিসেবে মার্কেটপ্লেস এ কাজ করা ,

৩. বিভিন্ন প্রতিষ্ঠানে সার্ভিস দেওয়া।

৪. বিভিন্ন কোর্স করানো ।

৫. নিজে ব্যবসা করা।  আরো অনেক কিছু করা সম্ভব।

সম্পুর্ন ফ্রী ওয়ার্ল্ড ফেমাস২৪ কোম্পানী হতে শিখতে পারবেন। 

World Famous24

উপরে উল্লেখিত সব কাজ করতে পারবেন ওয়ার্ল্ড ফেমাস২৪ ডিজিটাল মার্কেটিং এর প্লাটফরমে। ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গঠন করার জন্য প্রাথমিক পর্যায়ে যতোটুকু বেসিক ধারণা দরকার তা আপনি সম্পুর্ন ফ্রী ওয়ার্ল্ড ফেমাস২৪ কোম্পানী হতে শিখে একটি সফল ক্যারিয়ার গঠন করতে পারবেন ইনশাআল্লাহ।

লেখাটি আপনার টাইমলাইনে শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিন।

চোখ রাখুন পরবর্তী পোস্টের জন্য ।

 

Leave a Reply