নাড়ির টানে বাড়ির পানে।

শত কষ্টের মাঝেও নাড়ীর টানে কোটি মানুষের বাড়ি ফেরার প্রত্যাসা।

ঈদ মানেই আনন্দ আর এই আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতেই বাড়ি ফেরেন মানুষ৷ সেজন্য অনেকেই সারারাত অপেক্ষা করেন ট্রেনের টিকেটের জন্য কিংবা লঞ্চে ওঠেন জীবনের ঝুঁকি নিয়ে একটাই মাত্র আসা আপন জনের সাথে ঈদ  আনন্দ ভাগ করে নেওয়া ৷

নাড়ির টানে বাড়ি ফেরা আনন্দ-উচ্ছ্বাসে চোখে ভাসে গ্রামের চেনা পথ, চেনা মুখ, হাজারো ভোগান্তির আদ্যোপ্রান্তক, ঈদকে কেন্দ্র করে প্রতারক চক্র সব সময় সক্রিয় থাকে, গাড়ির জ্যাম দুর্ঘটনা নিয়ে নাড়ির টানে ছুটে চলার আনন্দে প্রিয়জনকে দেখার বাসনায় সব কষ্ট ম্লান হয়ে যায়। এভাবেই আমাদের ঈদের আনন্দ সকলে ভাগাভাগি করে নিয়ে থাকি ।

যোগাযোগ ব্যবস্থা।

যোগাযোগ ব্যবস্থা এবং যাতায়াত খাতে টেকসই উন্নয়নের চেষ্টা করে আসছে সরকার শতভাগ সফলতা সময়ের ব্যাপার বটে,ঈদে বাড়ি ফিরতে হবে এই একটি শব্দের টানে নাড়ির টানে পরিবারের সাথে মিলিত হওয়ার জন্য প্রতি বছর কোটি কোটি মানুষ তাদের কর্মক্ষেত্র ছেড়ে পাড়ি জমান কেউ বাসে, কিংবা ট্রেনে,লঞ্চে অনেকে আবার আকাশপথে তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই রাজধানী ঢাকায় উন্নয়ন হয়েছে আর দশটা শহরের চেয়ে অনেক দ্রুত গতিতে। শিল্পায়নের কেন্দ্র হয়ে ওঠায় সারাদেশ থেকে মানুষ কর্মসংস্থানের জন্য ঢাকা পাড়ি জমিয়েছে ঈদকে কেন্দ্র করে এই বিপুলসংখ্যক মানুষ একসাথে আবারো  প্রান্তিক এলাকায় ছড়িয়ে পড়ে কোন উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে বাড়ির দিকে পাড়ি জমানোর এমন ঘটনা বিশ্বে প্রায় দুর্লভ আর বাড়ির দিকে রওনা হওয়া মানুষের সংখ্যাও পিলে চমকে উঠার মত।

পরিসংখ্যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক হিসেব অনুযায়ী প্রায় কোটি কোটি  মানুষ ঈদকে কেন্দ্র করে ঢাকা ছেড়ে যায় প্রতিবছর শিক্ষা ,কর্মসংস্থান ভাগ্যবদল করার জন্য ঢাকায় আসা মানুষের স্রোত যখন একসাথে রাজধানী ছাড়ে তখন সৃষ্টি হয় ভোগান্তির প্রতিবছর ঈদে বাড়িতে যায় যাওয়ার যাত্রায় জন্ম নেয় অনেক মানবিক বিপর্যয়ের চাপে চাপ নিতে পারে না আমাদের সড়ক-মহাসড়কগুলো মাইলের পর মাইল যানজট বাড়ছে ও বাড়ি ফিরে যাওয়ার স্বপ্ন দেখেন মানুষেরা বাস,লঞ্চে কিংবা ট্রেনে , ধারণক্ষমতার অধিক যাত্রী নিয়ে চলাচল জন্ম দেয় অনেক দুর্ঘটনার  স্বপ্ন এবং জীবন দুটি হাতের মুঠোয় নিয়ে বাড়ি ফিরেন সংগ্রামী মানুষেরা। স্বাধীনতার দীর্ঘ বছর পেরিয়ে গেলেও রাজধানী ঢাকাতে অনেক জেলা কিংবা বিভাগীয় শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে মহাসরকে কাজ চলছে ।  সারা বছর টের পাওয়া না গেলেও ঈদের সময় বাড়িতে মহাসড়কেই মানুষকে পোহাতে হয় দীর্ঘ যানজট ফেরিঘাট গুলোতে ভিড় চোখে পড়ার মতো ছোট-বড় দুর্ঘটনার প্রায় অনেকেই বাড়ির পানে ছুটে চলা অনেকেই ঈদের নামাজ পড়তে হয় পথের মাঝেই  অপেক্ষা করতে থাকে আপনজন বিষেশ করে মা ।

ঈদের সময় যথাযত কতৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়ে থাকেন।

ঈদযাত্রা কিংবা সময়ের চাপের কথা মাথায় রেখে সাময়িকভাবে ঠিকঠাক করা হলেও লম্বা দৌড়ের রাস্তাগুলির বেশিরভাগেই টেকসই উন্নয়ন শেষ হয়নি এদিকে মানুষের অন্যতম একটি ভোগান্তির কারণ সার্জন এবারের ঈদ যাত্রা দেশের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়  এগুলো হলো ঢাকা টাঙ্গাইল সড়ক, জয়দেবপুর চৌরাস্তা ,যমুনা সেতু পূর্ব স্টেশন, আশুলিয়া পাশাপাশি ঢাকায় যানজট সৃষ্টি হয় প্রতিনিয়ত এগুলো হলো আশুলিয়া জিরাবো বাজার, ফ্যান্টাসি কিংডমের সামনে ,বাইপাইল মোড়, চন্দ্রা মোড় ,কোনাবাড়ী ,কালিয়াকৈর, নবীনগর, কাঁচপুর, মেঘনা বাংলাদেশের সবগুলো অসমাপ্ত রাস্তা হয়ে উঠেছে একেকটি মৃত্যুফাঁদ প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি যত দিন যাচ্ছে আহত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বাংলাদেশের যাতায়াতের প্রধান মাধ্যম হলো সড়কপথ আর কদিন পর আর দুদিন পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর মুসলিম প্রধান দেশ বাংলাদেশ তাই একমাস সিয়াম সাধনার পর ঈদ আসে খুশি আর আনন্দ নিয়ে দোয়া করি প্রত্যেকেই যেন আপনজনের কাছে নিরাদে পৌঁছাতে পারেন যথাসময়ে  আপন জনের  কাছে। ঈদের আনন্দ করে আবার তারা যেনো নিরাপদে ফিরে আসুক তাদের প্রত্যেকের নিজ কর্মস্থলে এই কামনা করছি  সকলকে অগ্রিম ঈদ মোবারক।

Leave a Reply