বিমানে ফোন বা ইলেকট্রনিকস ডিভাইস বন্ধ রাখা হয় বা এগুলোর ফ্লাইট মোড অন রাখতে হয়। কারণ বিমান যখন যাত্রীদের নিয়ে উড্ডয়ন বা টেক অফ করার জন্য প্রস্তুত হবে তখন বিমানের পাইলট রা নেভিগেশন সিস্টেমের মাধ্যমে air traffic control বা ATC এর সাথে যোগাযোগ করে। তারা ফ্রিকোয়েন্স ওয়েব ট্রান্সমিশন এর মাধ্যমে এই যোগাযোগ করেন, যাতে তারা সফলভাবে বিমান আকাশে উড়াতে পারেন।
বিমান যখন take off করবে, তখন বিমান যত উপরে উঠতে থাকবে মোবাইল/ল্যাপটপ এর নেটওয়ার্ক ততো কমতে থাকবে। ফোন বা ল্যাপটপ এই সিগনাল ফিরে পাওয়ার জন্য তার উচ্চ ফ্রিকোয়েন্স ব্যবহার করে থাকে। এই মুহূর্তে, ফোনের ফ্রিকোয়েন্সি ওয়েব ও পাইলটদের নেভিগেশন ওয়েব সংঘর্ষ তৈরি করে। যার ফলে পাইলটদের air traffic control বা ATC এর সাথে যোগাযোগ করায় সমস্যা সৃষ্টি হতে পারে। কারণ একটি বিমানের বিপজ্জনক মুহূর্তটি হচ্ছে বিমান টেক অফ এবং ল্যান্ডিং এর সময়। এই সময় পাইলট তাদের নেভিগেশন ওয়েব এর মাধ্যমে ATC এর সাথে যোগাযোগ করেন। আর এই সময়টাতে যাত্রীদের ফোন বা ল্যাপটপ পাইলটদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে চায়।
এর কারণেই মূলত বিমানে যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখার জন্য বলা হয়।
[★★] প্ৰযুক্তি নিয়ে লেখালেখি করতে চান? এক্ষুণি World famous24.net ভিজিট করে গেস্ট পোস্ট করার জন্য নতুন একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি ও টিপস এন্ড ট্রিকস নিয়ে নিয়োমিত পোস্ট করুন! হয়ে উঠুন একজন দুর্দান্ত ব্লগার!