মানুষ চেনার জন্য কিছু মনোবৈজ্ঞানিক টিপস্ 

১. টাকা ধার দিয়ে নির্ধারিত দিনে টাকা ফেরত চাইলে তাকে চিনবেন ।

২. কারুর সাথে ভালোবাসা হয়ে গেলে সারাজীবন তার সাথে থাকতে চাইলে তাকে শুধু নয় তার গুষ্টিশুদ্ধ সবাইকে চিনতে পারবেন।

৩. লেনদেনের সম্পর্ক না হওয়া পর্যন্ত মানুষ চেনা যায়না।

৪. অসুস্থ হলে আপনি যাকে পাশে পেতে চান, সেই সময়ে আপনি তার সাহায্য চান কি বলে দেখুন। আপনি চিনে যাবেন।

৫. আপ্নি কিছু না দিয়ে অন্যের কাছে কিছু আশা করে দেখুন, নিজের খুব কাছের মানুষরাই বুঝিয়ে দেবে আপনার ওজন।

৬. আপনি ধরেন কাউকে অনেক কিছু দেন, পরীক্ষা করার উদ্দ্যেশ্যেই আপনি দেয়া বন্ধ করে দেন, চুপচাপ শুধু দেখে যান, তার স্বরূপ প্রকাশ পাবে।

৭.সোজা কথা নিজের কিছু গুণ থাকা লাগে, ধৈর্য থাকা লাগে, টাকা পয়সা থাকা লাগে, নইলে আপনাকে চিনতে হবে প্রকৃতি তার নিজেস্ব নিয়মে সব কিছু আপনাকেই চিনিয়ে দিয়ে যাবে।

৮. ধার্মিকতা দেখে আপনি ভাল মানুষ চিনতে পারেন।

চরিত্র এমন এক গুণ, যার এ গুণ আছে তার সব ই আছে। স্বল্প ভাষী, নম্র, বিনয়ী , শালীনতা অবলম্বনকারী ও সুবিবেচক মানুষগুলো অবশ্যই ভাল মানুষ হয়ে থাকে। 

Leave a Reply