আজকের আলোচ্য বিষয় কি ভাবে সফল হওয়া যায়ঃ
সফলতার হাজারো উপায় আছে তার মধ্যে বিগত ২২ বছরের বিভিন্ন সময প্রকাশিত বাছাই করা শতভাগ কার্যকর প্রমাণিত ১২ টি উপায়ের আজকের( ২য় পর্বে ৬-১২ নং উপায় ) আপনারা ১ম পর্ব টি মনোযোগ সহকারে পড়ে নিবেন এই আসা রেখেই আলোচনা শুরু করছি।
আমরা কম-বেশী সবাই জীবনে সফল হতে চাই। রাতে ঘুমোতে যাই কিভাবে সফল হওয়া যায় তা ভেবে, সকালে ঘুম থেকে উঠি সফল হওয়ার সাধনা করার জন্যই। সবাই চায় জীবনে ভালো কিছু করতে, বড় হতে, সবার কাছে সম্মান পেতে। নিজ নিজ ক্ষেত্রে নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হতে চায় সবাই। আক্ষরিক অর্থে যদি বলতে হয় তাহলে বলা যায় সফল হওয়ার অনেক উপায় রয়েছে। আবার বলা যায় সফলতা অনেক পরিশ্রমের একটি বিষয়। জীবনে যে কেউ সফল ব্যক্তিতে পরিণত হতে পারে না। যারা জীবনে সফল হয়েছেন, তাদের অনেক সাধনা করতে হয়েছে। কারণ সফল ব্যক্তিদের একটি লক্ষ্য থাকে। আর লক্ষ্য ছাড়া সফলতা অনিশ্চিত। একজন সফল মানুষ হতে গেলে কেবল কিছু কাজ করলেই হয় না, এর পাশাপাশি কিছু কাজ থেকে বিরতও থাকতে হয়।
৬. বাস্তববাদী হউনঃ
কিছু মানুষ আছেন যারা বাস্তবতা থেকে অনেক দূরে থাকেন। কারণ তারা সবসময় অলীক কল্পনায় ডুবে থাকেন। কল্প বিলাসীরা মনে মনে সারা বিশ্ব ঘুরে এসে দেখে দাঁড়িয়ে আছে এক টুকরো হতাশার সামনে। তারা ভাবে, আরে সময় হলে আল্লাহ্ই দিবে। হ্যাঁ! ঠিক আছে, আল্লাহ্ তো দিবে। কিন্তু আপনারও তো চেষ্টা করতে হবে। এখন আপনি যদি ঐ আশায় বসে বসে হাওয়া খান তাহলে তো কোনোদিনও সফলতার মুখ দেখবেন না। অলীক কল্পনার জগত থেকে বের হয়ে আসুন। বাস্তবতার মুখোমুখি হন, কারণ বাস্তবতা অনেক কঠিন।
৭. কথা কম কাজ বেশি করুনঃ
ছোটবেলা থেকেই শুনে এসেছেন কথা কম কাজ বেশি এটা। আক্ষরিক অর্থেই সত্যি। সফল মানুষরা কথা কম বলেন। চুপচাপ থাকলে মনের সঙ্গে সংযোগ বাড়ে, এর চেয়ে ভালো নিজের সঙ্গে কথা বলুন। আপনার কাজের মান বাড়বে। লোকে অনেক কথাই বলবে। কান দিবেন না। শুধু এটাই মনে রাখুন সময় এবং পরিস্থিতিই জানান দিয়ে দিবে অন্যদের চাইতে আপনি কতটা সফল।
Let your success speak for itself
অন্য কারো ইচ্ছের মতো নয়, নিজের ভালো লাগার কাজটি করুন। জীবনের একটা উদ্দেশ্য খুঁজে বের করুন এবং বিশ্বাস করুন যে, আপনি ব্যতিক্রমী কিছু করতে সক্ষম।
“Stop chasing the money and start chasing the passion.”– Tony Hsieh
৮. ধারাবাহিক ভাবে লেগে থেকে কাজ করুনঃ
জীবনে ভালো কিছু সব সময় দেরিতেই আসে। সাফল্য ধরা দিতে সময় নেয়। তাই বলে কখনো তাড়াহুড়ো করবেন না এবং নিজের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করুন। নিজের খারাপ সময়গুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। কারণ এটাই হয়ে উঠবে আপনার জন্য সফলতার গল্প। জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য হোঁচট খাওয়া একটা শিক্ষা। হোঁচট খেলে আপনার আত্মবিশ্বাসের জায়গাটি আরও শক্তিশালী হবে। কারণ আপনি জানেন আপনি আবার নিজ শক্তিতেই উঠে দাঁড়াতে পারবেন।
৯. নিজেকে তৈরি করুনঃ
নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সবসময় অন্যদের কাছে আপনাকে আত্মবিশ্বাসী দেখায়। যখন কেউ নিজেকে ভালভাবে জানে, তখন সহজাতভাবে নিজের আত্মবিশ্বাসের জায়গাটি আরও বেশি মজবুত হয়ে যায়। এটি এক জাদুকরি শক্তি যা নিজের কর্মকাণ্ড এবং নিজের শক্তি-সামর্থ্যের উপর আস্থা ও বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তবে আন্তরিকতা ও নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। যদি তা না থাকে, তবে আমরা কখনোই আমাদের কাজে সফল হতে পারব না। ভালোবাসা ও সৎ সাহস- এই দুটি জিনিস যখন বাড়ে, তখন মানুষ নিজেকে উজাড় করে দিয়ে সফলতার দিকে এগিয়ে যায়।
১০. কিছু জিনিস ত্যাগ করতে শিখুনঃ
এ তো ছিল সফল হওয়ার কিছু উৎসাহ। তবে সফল হওয়ার জন্য কিছু জিনিস আপনার ত্যাগ করতে হবে। এর মধ্যে প্রথমেই আপনি অন্যকে শক্তভাবে ‘না’ বলতে শিখুন। অপছন্দের মানুষ কিংবা অসৎ মানুষদের কাছ থেকেও দূরে থাকুন। অনেকেই অন্যদের সাথে নিজেকে তুলনা করেন। ফলে কখনো অহংকারী হন, আবার কখনো হীনম্মন্যতায় ভোগেন। কিন্তু সফল মানুষেরা কখনোই সেটা করেন না। তারা তুলনা করেন, তবে অন্য কারো সাথে নয়, নিজের সাথেই। আজকের আপনি আর গতকালের আপনিকে তুলনা করুন। দেখুন গতকালের ভুল থেকে একটু হলেও এড়িয়ে আসতে পেরেছেন কিনা আপনি।
১১. অন্যের নয়, নিজের খুঁতগুলো বের করার চেষ্টা করুনঃ
তাহলেই সফলতা ধরা দেবে আপনার হাতে। আবার আমরা অনেকে কাজের চাপে কাছের মানুষদেরকে অবহেলা করেন। অবহেলা করেন নিজের শখ আর ভালো লাগাকেও। এতে করে আমরা সফল হচ্ছি ঠিকই, কিন্তু হারিয়ে ফেলছি প্রিয় কিছু মানুষ। কাজের পাশাপাশি সব ব্যাপারকেই গুরুত্ব দিতে শিখুন।
১২. সমালোচনা গ্রহণ করুনঃ
এই পৃথিবীতে কেউ সমালোচনার উর্ধে নয় , আমাদের প্রিয় নবী করিম (সাঃ) যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হত না সেই মহা মানব কেও নির্মম ভাবে পাথর নিক্ষেপ করেছে পাগল বলে কেউ সমালোচনা থেকে রেহাই পায়নি। সমালোচনা আপনার ঘর থেকেই শুরু হবে আপনি পারবেননা, আপনার দ্বারা হবেনা, আপনি উপরে উঠেন তা ৯৯.৯৯% মানুষই চায়না । আমাদর দেশে যেখানে জাতীয় খেলা হাডুডু যেখানে এক জনকে সবাই মিলে টেনে ধরে যেনো দাঁড়াতে না পারে। মনে রাখবেন ”যতদিন জিন্দা ততদিন নিন্দা” সমালোচনা শুনে কাজ বন্ধ না করে চ্যালেঞ্জ নিয়ে সফল হয়ে দেখান আপনি পেরেছেন।
মনে রাখবেন- আজ যারা সফল, গতকাল তারা গতিশীল ছিলেন। আপনি যত বেশী সফল হবেন, আপনি তত বেশী সফল হতে চাইবেন, আর আপনি ততই সফল হওয়ার নতুন পথ খুঁজে পাবেন। একবার আপনি সফল হয়ে গেলে আপনার শত্রুও তখন আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে। তাই আজ থেকেই সাধনা শুরু করে দিন। একদিন সাফল্য আপনার হাতে ধরা দিবেই।
“If you really look closely, most overnight successes took a long time.”– Steve Jobs