আমরা সবাই কম বেশি বিভিন্ন সাইটে প্রতিদিন রেজিস্ট্রেশন করি, নানা কাজের জন্য। সেই সব সাইটের থেকে আমাদের মেইল বক্সে আসা মেইলে থাকা লিংকে ক্লিক করে আমাদের সাইটের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। কিন্তু আমরা হয়তো অনেকেই জানিনা, এসব কোম্পানীর পরবর্তী পদক্ষেপ কি?
এইযে প্রতিদিন আমাদের মেইল বক্সে অসংখ্য স্প্যাম বা জাঙ্ক মেইল আসে, এসব কোম্পানীরা কোথায় পায় আমাদের অ্যাড্রেস, জানা আছে কি কারো? এসব কোম্পানী তাদের পণ্য প্রচারের জন্য আমাদের মেইল অ্যাড্রেস পায় সেসব আলতু-ফালতু কোম্পানীর কাছ থেকে, যেসব সাইটে আমরা রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে আমাদের নিজেদের মেইল অ্যাড্রেসটি দিয়ে দেই সুবোধ বালক-বালিকার মতো 😛 হয়তো অনেকেই অন্য নামে একটি মেইল বক্স খুলেঁছেন, রেজিস্টেশনের কাজ করে স্প্যাম বা জাঙ্ক মেইল এড়ানোর আশায়।
কি দরকার এতো ঝামেলায় যাওয়ার?
আজকে প্রতিদিনের মতো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-এর শিরা-উপশিরায় ভ্রমণ করার সময় একটা নতুন সাইটের খোঁজ পেয়ে গেলাম। সাইটটি বিনামূল্যে আপনাকে স্পেস দিবে। সাইটটি হলো http://email.bugmenot.com এখানে আপনি যেকোন নামে একটি সাময়িক মেইল একাউন্ট খুঁলতে পারবেন কোন পাসওয়ার্ড বা রেজিস্ট্রেশন ছাড়াই।
যেমন ধরি, আপনার নাম BANGLADESH. সুতরাং আপনি এখানে bangladesh@bugmenot.com লিখে “Read Emails” -এ ক্লিক করুন।
এবার আপনি যেকোন সাইটে রেজিস্ট্রেশন করার সময় যেখানে ইমেইল অ্যাড্রেস দিতে হবে, সেখানে আপনি আপনার abc@bugmenot.com লিখে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করলেন দেখবেন, সাইট কতৃপক্ষ আপনাকে একটা মেসেজ দিবে এই রকম “রেজিস্ট্রেশন করার জন্য ধন্যবাদ, আপনার মেইলবক্সে মেইলের মধ্যে লিংক দিয়ে দিয়েছি, মেইলবক্স খুলেঁ মেইলের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন”
এবার আপনি আবার http://email.bugmenot.com সাইটে ঢুকে “Check Again” -এ ক্লিক করলে আপনি আপনার কাঙ্খিত মেইল এবং লিঙ্ক দেখতে পাবেন।
মেইল না পেলে আরো কিছুক্ষণ অপেক্ষা করে আবারও “Check Again” -এ ক্লিক করুন।
সাবধানতা: আমার লেখা অনুযায়ী কাজ করার পূর্বে কয়েকবার লেখাটি পড়ে নিন, কাজে দেবে আশা করি। আর আমার লেখাটি ভালো লাগলে উৎসাহ দেবেন, এরকম আরও অসংখ্য ভাবে সহায়তা করবো। 🙂
[★★] প্ৰযুক্তি নিয়ে লেখালেখি করতে চান? এক্ষুণি World famous24.net ভিজিট করে গেস্ট পোস্ট করার জন্য নতুন একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি ও টিপস এন্ড ট্রিকস নিয়ে নিয়োমিত পোস্ট করুন! হয়ে উঠুন একজন দুর্দান্ত ব্লগার!ধন্যবাদ সবাইকে।