HHH টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা এখন হাতের মুঠোয়।

আজকের আলোচ্য বিষয়- ঘরে বসে কি ভাবে HHH টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা  পেতে পারেন।

HHH টেলিমেডিসিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত একমাত্র প্রাইভেট কোম্পানি হিসাবে দেশব্যাপী নিরলসভাবে প্রতিদিন হাজার মানুষের চিকিৎসা পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে।

১. টেলিমেডিসিন কি ?

টেলিমেডিসিন হলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর হতে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পরামর্শ সেবা, যেখানে ডাক্তার ও রোগী ফেস-টু-ফেস কথা বলতে পারে ও ডাক্তার নিজেই ই-প্রেসক্রিপসন করেন।

২. টেলিমেডিসিনের উপকারিতাঃ

১. তাৎক্ষণিক চিকিৎসা সেবা ।

২. অর্থনৈতিকভাবে সাশ্রয়ী ।

৩. ঘরে বসেই বিশ্বের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা ।

৪. সময় সাশ্রয়ী ও যাতায়াতের  ভোগান্তিহীন চিকিৎসা সেবা , চিকিৎসার জন্য যাতায়াতের প্রয়োজন নেই বলেই  করোনার মতো সংক্রমনশীল রোগের জীবাণু দ্বারা অন্যকে সংক্রমণের সম্ভাবনা থাকেনা ।

৫. কোন প্রকার হয়রানি ও ঝকিবিহীন  চিকিৎসাসেবা ।

৬. রোগের উপসর্গ অনুসারে সহজেই বিশেষজ্ঞ ডাক্তার নির্বাচন করে চিকিৎসা গ্রহন করা।

৭. দিন রাত ২৪ ঘন্টা চিকিৎসা সেবা ।

৮. টেলিমেডিসিন দূরবর্তী চিকিৎসা ব্যবস্থা হওয়ার কারণে রুগীর টেস্ট ও  ঔষধের কোন প্রকার কমিশন নাই যার ফলে প্রয়োজনের অতিরিক্ত বেশি বেশি ঔষধ প্রেসক্রাইব করেন না ,এমন কি  ঔষধ কোম্পানির চাপে নিম্নমানের ঔষধ দেন না।

৩. সরকারি অনুমোদনঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত (স্মারক নং-স্বাঃ অধিঃ/এমআইএস/২০১৮/৯১০  তারিখ: ১৮/০৭/২০১৮) একমাত্র প্রাইভেট টেলিমেডিসিন কোম্পানী। কোম্পানীর অফিসিয়াল সাইট- Human Health Helpline

Gratitude

HHH টেলিমেডিসিনের  পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা।

 

৩. HHH টেলিমেডিসিনের  উপদেষ্ঠা মন্ডলি ও পরিপালনা পরিষদঃ

Chief Advisor

মাননীয় প্রধান উপদেষ্ঠা ।

Honourable Advisor

মাননীয় উপদেষ্ঠা ।

Founder Chairman

মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ।

Founder MD

মাননীয় প্রতিষ্ঠাতা ব্যাবস্থাপনা পরিচালক।

৪. টেলিমেডিসিন প্রোগ্রাম সরকারের সাথে সম্পৃক্ততা :

বাংলাদেশের করোনাভাইরাস ( কোভিড-১৯) এর ভয়াবহ সংক্রমণ রোধে .HHH টেলিমেডিসিন সক্রিয় ভূমিকা রেখে অবিরামভাবে চিকিৎসা পরামর্শ সেবা দিয়ে আসছে । সরকারি ওয়েবসাইটে আমরা HHH টেলিমেডিসিন https://corona_gov_bd/

৫. HHH টেলিমেডিসিনের  সেবা প্যাকেজঃ

১. স্বস্থ্য সেবাঃ ৩৬৫ দিন  ২৪ ঘন্টা পরিবারের ৬ সদস্যের  জন্য আনলিমিটেড ডাক্তার দেখানোর সুযোগ পাচ্ছেন, ই-প্রেসক্রিপশনের মাধ্যমে সারা বছর পেশেন্ট প্রোফাইল সংরক্ষন ।

২. ডায়াগনসিস সেবাঃ ওয়েব লিংকের নির্ধারিত মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের উপর ৩০% পর্যন্ত বিশেষ ছাড়।

৩. বীমা সেবাঃ শুধুমাত্র টেলিমেডিসিনের গ্রাহক হিসাবে – সাধারন মৃত্যুতে স্বাস্থ্যবীমা হতে  ৪০,০০০/- ও দূর্ঘটনাজনীত মৃত্যুতে ৮০,০০০/- এছাড়া অঙ্গহানির ক্ষেত্রে বীমা আইন মোতাবেক ক্ষতি পূরুন পাবেন।

৪. ডিজিটাল সেবাঃ ২৪ ঘন্টা অনলাইন কাস্টমার সার্পোট ,ফেজবুক পেজ, ফেজবুক গ্রুপে ও ঝুমে পরামর্শ, লাইভ প্রোগ্রাম,বিষয় ভিত্তিক টক শো, স্বাস্থ্য বিষয়ক ভিডিও টিউটরিয়াল ।

৫. ক্যারিয়ার গঠনের সুযোগঃ ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং করে HHH টেলিমেডিসিনে কাজ করার সুযোগ। সেবা প্যাকেজ মূল্য  (২,০০০) দুই হাজার টাকা মাত্র প্রতিবছর।

Marketed by – World Famous Group

৬. HHH টেলিমেডিসিনের সেবার  সময়সূচীঃ

টেলিমেডিসিনের সময়সূচী সার্বক্ষণিক ২৪ ঘন্টা সাতদিন ডাক্তার প্রোফাইলে আলাদা আলাদাভাবে সময় উল্লেখ করা আছে ।

৭. HHH টেলিমেডিসিনের সেবার ধরণঃ

১. দেশের ও প্রবাসের যে কোন রোগী ঘরে বসে থেকে বা টাচ্ পয়েন্টে গিয়ে টেলিমেডিসিনের মাধ্যমে রোগীর সাথে বিএমডিসি রেজিষ্টার্ড এমবিবিএস/বিশেষজ্ঞ ডাক্তারের ভিডিও কনসাল্টেশন ও ই-প্রেসক্রিপশন প্রদান, যা ক্লাউড সার্ভারে সংরক্ষিত থাকে।

২. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক সার্টিফাইড ও সর্বাধুনিক টেলিমেডিসিন ইকুইপমেন্ট পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত টেলিমেডিসিন অপারেটরগণ বিএমডিসি রেজিষ্টার্ড এমবিবিএস/বিশেষজ্ঞ ডাক্তারের সহযোগী হিসাবে বাড়ি বাড়ি গিয়ে রোগীদেরকে টেলিমেডিসিন সেবা দিয়ে থাকেন।

৩. একজন গ্রাহক তাঁর নিজের আইডি হতে আলাদা আলাদা রোগীর আইডি তৈরি করে পরিবারের সবাইকে ডাক্তার দেখাতে পারেন, ৪৩২ জন ডাক্তারের মধ্য হতে পছন্দমত ডাক্তার সিলেকশন করতে পারেন।

৮. HHH টেলিমেডিসিন সফট্ওয়ারের মাধ্যমে প্রস্তুতকৃত প্রেসক্রিপশনের বিশেষ বৈশিষ্ট্যঃ

.১. স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত ইলেকট্রনিক প্যাডে প্রেসক্রিপশন করা হয়।
২. স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনের শর্ত মোতাবেক বিএমডিসি রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকেন।
৩. সফট্ওয়ারের মাধ্যমে প্রস্তুতকৃত প্রেসক্রিপশনের বাইরে আইন বহির্ভূতভাবে এসএমএস, মেসেঞ্জার, অথবা ই-মেইলে প্রেসক্রিপশন প্রদান করা হয় না।
৪. উন্নত মানের সর্বাধুনিক সফটওয়্যার ব্যবহারের ফলে রোগী ও ডাক্তারের ভিডিও কনফারেন্স সমাপ্তির সঙ্গে সঙ্গে দুই-এক মিনিটের মধ্যে রোগী প্রেসক্রিপশন বুঝে পায়।
৫. পরিবারের একজনের সাবস্ক্রিপশন আইডি হতে অন্যান্য সদস্যদের আলাদা আলাদা পেশেন্ট আইডি তৈরি করা যায়, যাহার ফলে রোগীর নামে আলাদা আলাদা প্রেসক্রিপশন তৈরি হয়।
৬. রোগীর নামে একটি প্রেসক্রিপশন আইডি তৈরি হয় যাহা ক্লাউড সার্ভারে সংরক্ষিত থাকে বলে প্রেসক্রিপশন বহনের ঝামেলা নাই এবং যেকোনো সময় প্রয়োজনে ডাউনলোড দিয়ে রোগী ঔষধ কিনে খেতে পারে।
৭. প্রেসক্রিপশনের বামে ডক্টরস পার্টিকুলার’স ও ডানে সাবস্ক্রাইবার পার্টিকুলার’স এবং নিচে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া আছে। এছাড়া রোগীর নাম, বয়স, লিঙ্গ, তারিখ, রোগের নাম, ফিজিক্যাল ফাইন্ডিংস, ঔষধের নাম, ডোজের পরিমাণ, সময়মত সেবনের নিয়ম ও দিনকালসহ টেস্ট ও এডভাইসের অপশন ডক্টর পেডের নিয়ম অনুসারে নির্ধারিত স্থানে  টাইপ লেখা আকারে স্থাপন করা থাকে।
৮. কম শিক্ষিত লোকদের জন্য বাংলায় প্রেসক্রিপশন করা হয়।
৯. প্রত্যেকটি প্রেসক্রিপশনের শতভাগ গোপনীয়তা রক্ষা করা হয়।

আগামীতে সারাদেশে প্রতিটি  ইউনিয়নে ৩ টা করে টাচ্ পয়েন্ট ও মডেল ফার্মেসি রা হবে ।

৯. HHH টেলিমেডিসিন টাচ্ পয়েন্টের দৃশ্যপটঃ

উপজেলা পরিবার পরিকল্পনা ও থানা স্বাস্থ্য কর্মকর্তার নিকট হতে পরীক্ষান্তে  সনদপত্র নিয়ে HHH টেলিমেডিসিন অপারেটর হিসাবে গ্রামবাসীকে চিকিৎসা সেবা দিয়ে প্রতি মাসে ১৫,০০০/- থেকে  ২৫,০০০/- হাজার টাকা আয় করুন।

১০. উদ্যোক্তা ভিত্তিক টাচ্ পয়েন্ট সেবা প্যাকেজ।

HHH টেলিমেডিসিনে চাকরির অনলাইন ইন্টারভিউ এ অংশগ্রহণ করার জন্য শীঘ্রই আপনাদেরকে আমাদের সম্পর্কে কিছু তথ্য পাঠানো হবে। যাহা মনোযোগ দিয়ে পড়ে রিপ্লাই দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

লেখাটি জনস্বার্থে আপনার টােইমলাইনে শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিন ।

চোখ রাখুন —–

 

 

3 thoughts on “ HHH টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা এখন হাতের মুঠোয়।

Leave a Reply