So’, ‘very’ এবং ‘too’-এর মধ্যে পার্থক্য কী?

So, Very এবং Too প্রায় একই অর্থের বিশেষণ হলেও প্রয়োগের ক্ষেত্রে এদের মধ্যে ভিন্নতা লক্ষিত হয়।

So শব্দটি ইংরেজিতে অনেক অর্থে ব্যবহৃত হয়। সাধারণত, So একটি নির্দিষ্ট ‘বেশি’ পরিমাণ বুঝাতে ব্যবহৃত হয় ঠিক যতটুক বেশি পরিমাণ না হলে পূর্ববর্তী বা পরবর্তী ঘটনাটি ঘটতোনা!

উদাহরণে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে,

  • He is so lucky. He has won the lottery. (এখানে সে ঠিক ততটাই বেশি ভাগ্যবান, যতটা না হলে সে লটারীটা জিততো না।)
  • He was so tired that, he couldn’t go for shopping. (এখানে সে ততটুক বেশি ক্লান্ত, যতটুক ক্লান্ত হওয়ার কারনে সে শপিং-এ যেতে পারেনি।)

Too সাধারণত একটি নির্দিষ্ট সীমার কম বা বেশি বুঝাতে এবং নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রয়োজনের বেশি বা কম হওয়া বুঝাতে Too এর প্রয়োগ হয়।

যেমন:

  • She is too young to get married. (অর্থাৎ, তার বয়স বিয়ের বয়সসীমার নিচে।)
  • He is too fat! (সে মাত্রাতিরিক্ত মোটা)

আর Very শুধুমাত্র বেশি বুঝাতেই ব্যবহৃত হয়। যেমন :

  • It’s very hot today.

অনেক সময় আন্তরিকতা বা আবেগজনিত কিছু বুঝাতে Very এর পরিবর্তে So ব্যবহার হয় এবং তা ফর্মাল হিসেবে গন্য হয়।

  • Thank you so much. (আন্তরিকভাবে ধন্যবাদ, Formal)
  • Thank you very much. (Informal)

এ নিয়ম গুলোর বাইরে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

ধন্যবাদ। 😊

Leave a Reply