আপনি কি সময়ের স্বাধীনতা অর্জন করতে চান ?

আজকের আলোচনার বিষয় সমূহ –

ক. সময়ের  স্বাধীনতা কী ?

খ. একজন চাকরিজীবী সারাজীবনে কত ঘন্টা কাজ করতে পারে ?

গ. সময়ের স্বাধীনতা কি ভাবে অর্জন করতে হয় ?

ঘ. ৩থেকে ৪ ঘন্টা কাজ করে ৫ বছরে টিমে কত ঘন্টা কাজ করা সম্ভব ?

ঙ. সময়ের স্বাধীনতা  অর্জন করতে কত সময় লাগতে পারে ?

ক.সময়ের স্বাধীনতা কী ?

কোথায় আছে পৃথিবীতে দুই ধরনের গরীব রয়েছে

১ নাম্বার  হলো সময়ের গরীব – যার টাকার কোনো অভাব নেই কিন্তু তার হাতে কোন সময় নেই অনেক দেখেছি মা-বাবার পর্যন্ত  খবর নিতে পারে না কারণ শুধুমাত্র ব্যস্ততার কারণে আমরা জানতে পারছি ইনডিয়াতে মা মারা যাওয়ার ১০ মাস পরে জানা গেছে । নায়ক রিয়াজের শশুর লাইভে এসে আত্মহত্যা করছে শুধু  মানুষ যেনো যানতে পারে, কতটা মর্মান্তিক ঘটনা এই মানুষগুলোকে বলা হয় সময়ের  গরীব ।

২. নম্বর  হলো টাকার গরীব – যাদের সময়ের কোনো অভাব নেই কিন্তু তাদের কোনো টাকা পয়সা নেই তারা হল বেকার এরাই হলো টাকার গরীব ।

আপনি কি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চান ?

এ বিষয় নিয়ে পরবর্তী পোস্টে আলোচনা করব ইনশাআল্লাহ।

আপনার কাছে যদি  স্বপ্ন পূরণ করার মতো  টাকা থাকার পরেও সময়ের অভাবে  যখন যেখানে খুশি সেখানে  যেতে পারেনা তাহলে বুঝতে হবে আপনার কোন সময়ের স্বাধীনতা নেই সবার আগে আপনাকে সময়ের স্বাধীনতা অর্জন করতে হবে।

সময়  যদি আপনার কোন বাধা না হয় তাকেই বলা হয় সময়ের স্বাধীনতা আশা করি বিষয়টি আমরা বুঝকত পেরেছি।

খ.একজন চাকরিজীবী সারাজীবনে কত ঘন্টা কাজ করতে পারে ?

কাজের ঘন্টা।

পৃথিবীতে সবার জন্য সমান একদিনে ২৪ ঘন্টা

একজন চাকুরীজীবি সাধারনত দৈনিক ৮ ঘন্টা কাজ করে তাহলে-

১ বছর : ৮ ঘন্টা * ৩০০ দিন = ২৪০০ ঘন্টা

৩০ বছর : ২,৪০০ ঘন্টা * ৩০ বছর = ৭২,০০০ ঘন্টা

একজন চাকুরীজীবি তার সারাজীবনে = ৭২,০০০ ঘন্টা কাজ করতে পারে।

গ.সময়ের স্বাধীনতা কি ভাবে অর্জন করতে হয় ?

আপনি চাইলে  সময়ের স্বাধীনতাকয়েক হাজার গুণ বৃদ্ধি করতে পারেন একটি দল পরিচালনা করার মাধ্যমে কিভাবে সেটা করা সম্ভব ?

নিচের লেখাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন কিভাবে সময়ের স্বাধীনতা আপনার ইচ্ছামত বাড়াতে পারেন ?

                          কাজের ঘন্টা বৃদ্ধি করার কৌশল নিন্মে দেওয়া হল।

প্রথমত আপনি একটি তিন জনের দল গঠন করবেন তাদেরকে একই নিয়মে প্রত্যেকেরই তিনজন করে একটি দল গঠন করতে বলবেন তাহলে দেখা গেল প্রথমে তিনজন প্রত্যেকের তিনজন করে ৯ জুন মোট ১৩ জনের একটি দল তৈরি হেয়ে গেল ।

এবার একই নিয়মে ১বছর পর্যন্ত সময় দিয়ে আপনি যদি একটি ৫০০ জনের টিম তৈরি করতে পারেন তার থেকে যদি মাত্র ১০% পার্ট টাইম কাজ করেন তাহলে হতে পারে একটি বিশাল টিম আগামী পাঁচ বছরের মধ্যে ইনশাআল্লাহ।

কিভাবে দেখে নিন –

ঘ.৩থেকে ৪ ঘন্টা কাজ করে ৫ বছরে টিমে কত ঘন্টা কাজ করা সম্ভব ?

আপনি দৈনিক: ৩ থেকে ৪ ঘন্টা  ১বছর পর্যন্ত সময় দিয়ে একটি ৫০০ জনের দল তৈরি করে কাজ করলে আগিামী ৫ হছরে কত লোকের দল ও কত সময় কাজ করতে পারেন ?

১ম বছরে ৫০০ জনের দল থেকে যদি ১০% লোক কাজ করেন।

২য় বছর:   ৫০ জন  * ৩ ঘন্টা = ১৫০ ঘন্টা + ৪ ঘন্টা = ১৫৪ ঘন্টা  * ৩০০  দিন  = ৪৬,২০০ ঘন্টা

৩য় বছর: ১০০ জন  * ৩ ঘন্টা = ৩০০ ঘন্টা + ৪ ঘন্টা = ৩০৪ ঘন্টা * ৩০০  দিন  =  ৯১,২০০ ঘন্টা

৪র্থ বছর: ২০০ জন  * ৩ ঘন্টা = ৬০০ ঘন্টা + ৪ ঘন্টা = ৬০৪ ঘন্টা  * ৩০০ দিন = ১,৮১,২০০ ঘন্টা

৫ম বছর: ৪০০ জন  * ৩ ঘন্টা = ১,২০০ ঘন্টা+৪ ঘন্টা = ১,২০৪ ঘন্টা *৩০০দিন = ৩,৬১,২০০ ঘন্টা

২য় বছর:  ৫০ জন         *  ৪৬,২০০  ঘন্টা

৩য় বছর: ১০০ জন        *  ৯১,২০০   ঘন্টা

৪র্থ বছর: ২০০ জন        * ১,৮১,২০০ ঘন্টা

৫ম বছর: ৪০০ জন        * ৩,৬১,২০০ ঘন্টা

৬,৭৯,৮০০  ঘন্টা

৩থেকে ৪ ঘন্টা কাজ করে ৫ বছরে টিমে কাজ করা যায় ৬,৭৯,৮০০ ঘন্টা

দৈনিক ৮ ঘন্টা করে বছরে ৩০০ দিন কাজ করে-

৬,৭৯,৮০০ ঘন্টা কাজ করতে কত বছর লাগবে ?

১ বছর : ৮ ঘন্টা * ৩০০ দিন = ২.৪০০ ঘন্টা

১ বছরে  কাজ করে ২,৪০০ ঘন্টা

৬,৭৯,৮০০ ঘন্টা/২,৪০০ ঘন্টা = ২৮৩ বছর ।

১ জন চাকরিজিবী ১ জীবনে ৩০ বছর কাজ করে

২৮৩ বছর কাজ করতে /৩০ বছর = ৯ বার জন্ম গ্রহন করতে হবে।

               ঘ.সময়ের স্বাধীনতা  অর্জন করতে কত সময় লাগতে পারে ?

আপনি যদি স্বাধীন নিউট্রিক ওয়ার্ল্ড ফেমাস কোম্পানীতে আগামী

৫ থেকে ১০ বছর দল তৈরী করে তাদেরকে ট্রেনিং করায়ে যথা নিয়মে

দক্ষতা ও সততার সাথে দল পরিচালনা করার মাধ্যমে সময়ের স্বাধীনতা অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ।

লেখাটি আপনার ভালো লাগলে ? আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আপনার শুভাকাঙ্ক্ষীদের কে  পড়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি ।

1 thoughts on “আপনি কি সময়ের স্বাধীনতা অর্জন করতে চান ?

Leave a Reply