বর্তমান বিশ্ব বাজার ডিজিটাল ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হচ্ছে । মার্কেটিং সেক্টরে ও প্রযুক্তির ছোঁয়া লেগেছে। গতানুগতিক মার্কেটিং এর ধরণ বাদ দিয়ে এখন ডিজিটাল মার্কেটিং এর দিকে এগুচ্ছে সকল ইন্ডাস্ট্রি গুলো ।তাই, বর্তমান যুগের সাথে নিজেকে আপডেট রাখতে ডিজিটাল মার্কেটিং জানা অত্যাবশ্যকীয়।
ডিজিটালমার্কেটিং কি? ইন্টারনেট এবং অনলাইন এর মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাই ডিজিটাল মার্কেটিং। এই মার্কেটিংয়ে সকল ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বর্তমান বিশ্ব ডিজিটাল মার্কেটিংয়ের দিকে বেশি আগ্রহী।
ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধাসমূহ:
১. ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে গ্রাহকদের সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায়।
২. ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে গ্রাহকদের সহজে নির্দিষ্ট করা যায়।
৩. ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে গ্রাহকদের যেকোনো পণ্যের প্রতি সহজে আগ্রহ তৈরি যায়।
৪. ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে গ্রাহকদের সহজে খুজে বের যায়।
৫. ডিজিটাল মার্কেটিংয়ে ট্রেডিশনাল মার্কেটিংয়ের তুলনায় খরচ কম হয়।
৬. ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে গ্রাহকদের অনুভুতি খুব সহজে নেওয়া যায়।
৭. ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সহজে বিশ্বব্যপি ব্যবসা করা যায়।
ডিজিটাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের বিভিন্ন ধরণের মিডিয়া ব্যাবহার করতে হয়, এদের ডিজিটাল মিডিয়া বলা হয়। যেমন: আউট পুট স্ক্রিন , মিডিয়া ফরমেট ইত্যাদি।
ডিজিটাল চ্যানেল ডিজিটাল মার্কেটিং কিছু চ্যানেল নিয়ে কাজ করে থাকে। এদের ডিজিটাল চ্যানেল বলা হয়।
কিছু ডিজিটাল চ্যানেল হল:
- Email Marketing
- Web Analytics
- Content Marketing
- SEO (Search Engine Optimization)
- Web Site PPC (Pay per Clip)
- Affiliate Marketing
- SMM (Social Media Marketing)
- SEM (Search Engine Marketing)
বর্তমান সময়ে এই প্রত্যেকটি চ্যানেল এর গুরুত্ব অনেক। কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং এর প্রধান বিষয় হচ্ছে কন্টেন্ট । যার কন্টেন্ট যত ভালো হবে মার্কেটিং ক্ষেত্রে সে ততো এগিয়ে থাকবে। তাই, আগে জানতে হবে কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য কে মানুষের বোধগম্য করে তুলার নমুনা। সহজ কথায় বললে মানুষ কে বুঝানোর জন্য আমরা যে সকল কাজ করে থাকি ঐগুলো ই হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট আবার ৪ ধরণের হয়ে থাকে । যেমনঃ
- Writing Content
- Image Content
- Audio Content
- Video Content
যার কন্টেন্ট যত শক্তিশালি হবে ডিজিটাল মার্কেটিং তত সাফল্য মন্ডিত হবে।