আপনি কি সকল স্বপ্ন পূরুন করতে চান ?

আজকের আলোচনার বিষয় সমূহ –

ক. স্বপ্ন কাকে বলে ?

খ. মানুষের জীবনে কি কি স্বপ্ন থাকতে পারে ?

গ. কত ধাপে স্বপ্ন  পূরুন করতে হয় ?

ক. স্বপ্ন কাকে বলে ?

স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয়।

অধিকাংশ সময় স্বপ্ন দ্রষ্টা নিজে সেই ঘটনায় অংশগ্রহণ করছে বলে মনে করতে থাকে, এ স্বপ্নকে বলা হয় ঘুমন্ত  স্বপ্ন যা কখনই পূরুন হয়না ।

আপনি / আমি (মানুষ) জীবনের ৩৩% সময় আমরা ঘুমিয়ে কাটাই ।

স্বপ্ন আমাদের  ঘুমন্ত জীবনের একটি অপরিহার্য অংশ  আমাদের  সরাক্ষণের  ভাবনা গুলোই স্বপ্নের মাঝে দেখাদেয় ।  অনেকেই বলে থাকেন মনে হয় কিন্তু আসলে অসম্ভব না, তা নিয়ে চিন্তা করাকেই স্বপ্ন বলে।

আমরা সবাই জানি ভারতের প্রয়াত রাষ্টপতি এ.পি.জে আবুল কালাম স্যার এর উক্তি

“যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো”

– জোহান গথে (বিশ্বখ্যাত জার্মান কবি ও দার্শনিক)

“তুমি যেখান থেকেই আসো না কেন, স্বপ্ন দেখার ও তা সফল করার অধিকার তোমার আছে”

– লুপিটা আমোনদি (কেনিয়ায় জন্মগ্রহণকারী হলিউড অভিনেত্রী)

“স্বপ্নই শুধু পারে ব্যর্থতার তলানী থেকে একজন মানুষকে আবার উঠে দাঁড়ানোর সাহস যোগাতে”

– সংগ্রহীত

“একজন মানুষ যতক্ষণ না স্বপ্ন দেখা বন্ধ করবে, ততক্ষণ সে বুড়ো হবে না”

– সংগৃহীত

“যারা তোমার বড় স্বপ্নকে নিরুৎসাহিত করে, তাদের থেকে দূরে থাকো। ছোট মানসিকতার মানুষরাই বড় স্বপ্ন দেখতে ভয় পায়। যারা আসলেই বড় মনের মানুষ, তারা সব সময়ে তোমাকে উৎসাহ দেবে”

– মার্ক টোয়েন (বিশ্বখ্যাত লেখক)

“তোমার যা আছে তা কখনও অপচয় করো না। মনে রেখ, তোমার এখন যা আছে, তা এক সময়ে তোমার স্বপ্ন ছিল”– এপিকোরাস (গ্রীক দার্শনিক )

“কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে, এক সময়ে সে ধারণার চেয়েও বেশি সাফল্য পাবে”

– হেনরি ডেভিড (দার্শনিক ও লেখক )

খ. মানুষের জীবনে কি কি স্বপ্ন থাকতে পারে ?

১.বেশি বেশি আয় করা ।

২.সুস্থ্য থাকা।

৩.সুখ – শান্তিতে থাকা ।

৪.স্থায়ী আয় করা।

৫.বাড়ি।

৬.গাড়ি ।

৭.উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হওয়া।

৮.বিয়ে করা।

৯.ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা।

১০. ছেলে মেয়েকে ভাল ঘরে বিয়ে দেয়া।

১১.স্ব-পরিবারে হজ্ব করা।

১২.অল্প  সময়ে অবসর গ্রহন করা।

১৩.মসজিদ,মাদ্রাসা, এতিম খানা, বিদ্ধাশ্রম,  হাসপাতাল, শিক্ষালয় প্রতিষ্ঠা করে সমাজ সেবা করা।

১৪.দেশ বিদেশ ভ্রমন করা।

১৫.নতুন লোকদের সাথে পরিচিত হওয়া।

১৬.কর্ম সংস্থান সৃস্টি করা।

১৭.বেকারত্ব দুর করা।

১৮.বৃওশালী হয়ে ক্ষমতা অর্জন করা।

১৯.সন্মান নিয়ে বেঁচে থাকা।

২০.ব্যাক্তিত্বের  বিকাশ করা।

গ. কত ধাপে স্বপ্ন  পূরুন করতে হয় ?

সাধারনত ৩ টি ধাপে আপনার স্বপ্ন  পূরুন করতে পারেন।

১ম ধাপ – যে স্বপ্ন গুলো অতীব জরুরী পূরুন করা দরকার তার জন্য আগামী দুই বছরের একটি লিখিত পরিকল্পনা গ্রহন করুন ।

যেমন সর্বপ্রথম ঋণ পরিশোধ করা ,আপনার ব্যবসার উপযোগী পোশাক পরিবর্তন করা , মোবাইল ফোন, ল্যাপটপ ক্রয় করা যদি না থাকে, ভালো পরিবেশে বাসা স্থানান্তর করা বাসাকে সুন্দর করে সাজানোর জন্য ফার্নিচার , ক্রয় করা এভাবে আপনাদের যেটা আগে দরকার সেই স্বপ্নগুলো পূরণ করে নেবেন।

২য় ধাপ – পরবর্তী তিন বছরের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করুন যেমন জমি ক্রয়, অথবা ফ্লাট ক্রয়, গাড়ি ক্রয় ব্যাঙ্ক ব্যালেন্স, দেশ বিদেশ ভ্রমন করা ইত্যাদি।

তৃতীয় ধাপে -পরবর্তী পাঁচ বছর জন্য একটি পরিকল্পনা গ্রহণ করুন আপনার যতগুলো স্বপ্ন হয়েছে সবগুলো  স্বপ্ন পূরণ করার জন্য  সততার সাথে পরিশ্রম করলে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ । কারন এই সূত্র টি লাখো বার প্রমাণিত একটি সূত্র ।

যত স্বপ্ন দেখেছেন  সততার সাথে নিয়ম মেনে স্বাধীন নিউট্রিক  এর সাথে লেগে থেকে কাজ করে যান আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।

রং ছাড়া যেমন ছবি আঁকা যায়না তেমনি স্বপ্ন ছাড়া কিছু অর্জন করা যায়না ।

নিজেকে এই প্রশ্ন গুলো করতে হবে।

১.আমি কি চাই ?

উত্তর – অর্থনৈতিক মুক্তি লাভ করতে চিাই ।

২.আমি কেন চাই ?

উত্তর – আমার স্বপ্ন পূরুনের জন্য ।

৩.আমি কখন চাই ?

উত্তর – ১৬-১২- ২০২৬ সালের মধ্যে। ( আগামী ৫ বছর হিসাব করে লেখে নিবেন )

৪.আমি কিভাবে চাই ?

উত্তর – আপনার স্বপ্ন পূরুন করার জন্য যে টাকা লাগবে সেই টাকা আয় করার আপনার কাছে কোনো  উপায় থাকে তা হলে সেখান থেকেই স্বপ্ন পূরুন করবেন।

আর যদি কোনো  উপায় না থাকে তাহলে আমার মত লাখো লোকের স্বপ্ন পূরুনের পরিক্ষিত কোম্পানী স্বাধীন নিউট্রিক  ওয়ার্ল্ড ফেমাস এ এখনি কাজ শুরু করুন আপনার স্বপ্ন গুলো পূরুন করুন।

Leave a Reply